বন্যা ব্যানার্জি

সব মা বৃদ্ধাশ্রমে যান না।
গ্রামের বাড়িতে থাকেন।
ধানের মরাই, গোয়ালঘর
কাঠের উনুন, সোঁদা মাটির ঘ্রাণ! 
গড়ে ওঠে একান্নবর্তী আশ্রম।
আমরা মাঝেমধ্যে ছুটি কাটাই,
স্নেহের ইজেলে তখন রামধনু।
ফেরার সময় শ্যাওলাজমা অন্ধকার 
বুকে খোঁজহীন মহাসিন্ধু।
সব মা বৃদ্ধাশ্রমে যান না...
স্বপ্নের আবরণে ঘুম জাগিয়ে রাখেন।

Comments