নিশুতি রাত হাতছানি দেয়
মৃগনয়নার চোখে ঘুম নেই, মৃগনয়না ঘুমায়নি শত-সহস্র বছর
মৃগনয়না একা-একা রাতপাহারায় জেগে থাকে!
অথচ মৃগনয়না মানেই ঘুম-ঘুম
ঘুমের অতলে তলিয়ে যাওয়া এক স্বপ্ন নিঝুম
যখন অঝোর-ধারায় বৃষ্টি হয়
সব ঘুমেরা ঘুমের দেশে পাড়ি দেয়
মৃগনয়না একা-একা
রাতের আকাশে ঘুরে বেড়ায়
নিদ্রাবিহীন চোখে...
তখন রাত্রিও থাকে রাতপাহারায়,
নিদ্রাবিহীন।
Comments
Post a Comment