তবু তো ফিরিয়ে নিলে বুনো ডাক,
এবার তাহলে ফিরি...
অরণ্যের দিন থেকে মুছে যাচ্ছে এলাচের ঘ্রাণ
বিরান জোনাকজ্বলা পথ ধরে ফিরে গেছে
হাটের মানুষ...
নদীটিও সুনসান।
হাটবার নিভে এলে অরণ্য একার মদে মাতাল একাই...
আমি তার অগোছালো হরিণী বেভুল...
নেকড়ের আড়বাঁশি তাকে আর টানবে না
সে-বাঁশির অন্ধ রন্ধ্রে বেআব্রু শিহর
কবে যেন বয়েছিল শেষ...
পারানির সোঁদা খামে হরিণীর বনজ নিমেষ।
___________________
ধুলোখেলা | দেবযানী বন্যা | মুক্তধারা | ৬০ টাকা | প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০২২
Comments
Post a Comment