উপকূল বরাবর ছুটছে গাড়ি। পাহাড়-সমুদ্র-আকাশ মিলেমিশে এক মস্ত বড়ো শূন্য, টইটম্বুর অন্ধকার
খুলে দিলে জানালার কাচ। একছুট্টে এসে বসলাম তোমার কোলে। ছাতিমের গন্ধ আর তুমি—নেশাগ্রস্ত উন্মাদ
তিস্তা ভেবে ধরেছো জড়িয়ে। ঘন চুম্বন-সুরায় ভিজিয়ে দিচ্ছ ঠোঁট।
তারপর! জানি না;
আর কিছুই মনে নেই
এমন অনেক কিছু ভুলে যাওয়ার পর
নতুন একটি ভোর আসে...
Comments
Post a Comment