শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

আমার ধুলোমাখা ডাকনাম ধীরে-ধীরে নদী হয়ে যায়
যে-আগুন রোজ অন্তর পোড়ায় সে কখনও অসামাজিক নয়, শরীর ছুঁয়ে ঘুমের উপর
নিরবধিকাল সে বয়ে যায় শতাব্দীর শিরায়!

তীক্ষ্ণ আলোকপাতে বিবর্ণ দৃশ্যাবলী রাত্রির দরজা খুলে দাঁড়ায়
প্রতিবার উল্টে যায় পাশা
মানুষগুলো প্রতিদিন ভেসে যায় নোনাজলে
যে-মাঝরাত আমাকে তার হৃদস্পন্দন শোনায়
ভয় হয়, এমনই কোনো মাঝরাতে আমার হৃদস্পন্দন বন্ধ না-হয়ে যায়!

ততবার 'আমি' হয়ে খুঁজতে থাকি হারানো নিজেকেই
প্রাগৈতিহাসিক শালবন পেরিয়ে আমার ইচ্ছারা
কতবার নদী হয় কতবার কুমারী!
তুমি চাও বা না-চাও, দূরে বালি চিকচিক, ধ্রুবপদে ভাটিয়ালি
সেইপথে মাটি খুঁড়ে লিখে রাখি অন্তরের ইতিবৃত্ত
তোমার স্পর্শে যদি শাপমুক্তি ঘটে, তাই
আগ্রহ পেতে বসে থাকি এক আঁচলবেলায়!

Comments