প্রসঙ্গত

সত্যি বলতে কী, সম্পাদকীয় লিখতে বসে মাঝেমাঝে মনে হয়, এই পাতাটা সাদাই রেখে দিই! বিশেষত উৎসবের সময়ে। কারণ, এই সময়ে বা এই উপলক্ষে প্রকাশিত অসংখ্য পত্রপত্রিকার সম্পাদকীয়তে মোটামুটি একই কথা এতবার ঘুরিয়ে-ফিরিয়ে লেখা হয়, যে আরও একটি সম্পাদকীয় লিখতে গেলে পুনরাবৃত্তি হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। তাছাড়া উৎসবের এই আপাত আলোর নিচে চাপা পড়ে থাকে যে-নিশ্চিত অন্ধকার, তার কথা মনে পড়লেই যাবতীয় আয়োজনকেই বৃথা মনে হয়। তবুও সম্পাদকের আত্মপক্ষ সমর্থনের দায় বলে কিছু একটা তো থাকে! সেই জায়গা থেকেই এবারের এই 'প্রসঙ্গত'। খুব হঠাৎ সিদ্ধান্তে আগস্ট ২০২৫-এ মুক্তধারা-র অষ্টম বর্ষপূর্তি সংখ্যাটি প্রকাশ করা হয়েছিল। আমাদের পাঠকমহলে সেই সংখ্যাটিকে বেশ প্রশংসিত হতে দেখে মনে হয়েছিল, তাহলে আপাতত আর কোনো সংখ্যা নয়; বরং নিজের লেখালেখি আর বইপড়ায় মন দেওয়া যাক। কিন্তু ওই সংখ্যাটির জন্য একটু দেরিতে আসা কিন্তু সমৃদ্ধ কিছু লেখা, আমাদের ধারাবাহিক বিভাগের লেখা ইত্যাদি নিয়ে এই দেবীপক্ষের মধ্যেই একটি সংখ্যা প্রকাশের কথা আবারও হঠাৎ করেই ভেবে ফেলা গেল। সংখ্যাটিকে একটু অন্য রূপ দেওয়ার জন্য মুক্তধারা থেকে প্রকাশিত তিনটি বই থেকে একটি করে লেখাও জুড়ে দেওয়া হলো। যে-সব পাঠকেরা ওই বই তিনটি পড়েননি, তাঁদের কাছে এটা হয়ে থাকবে ওই বইগুলোর ঝলক; যা তাঁদের বই তিনটির পূর্ণাঙ্গ পাঠে উৎসাহিত করতে পারে। সব মিলিয়ে, এবারের দেবীপক্ষে এই আমাদের ছোট্ট কিন্তু বৈচিত্র্যময় আয়োজন। এখন পাঠকের ভালোলাগাতেই এই আয়োজনের সার্থকতা। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা। 
~ রাহুল ঘোষ 
২৭ সেপ্টেম্বর ২০২৫ 
১০ আশ্বিন ১৪৩২

Comments