তিন
একহাতে সাধের লাউ
আর-হাতে মন্দিরা
মণিমুক্তো চাইনে আমি
চাইনে আমি হীরা।
চাই শুধু তোমারে সাঁই
বিহানে ও রাতে
শাকপাতা যেন জোটে
আমার সাদা ভাতে।
একহাতে খঞ্জনি আর
মুদ্রা অন্য হাতে
রসকলি রসেবশে
নিশীথে প্রভাতে।
চাইনে রে ভাই মণিমুক্তো
চাইনে আমি হীরা
চরণে ঠাঁই দিও সাঁই
বাজাও রে মন্দিরা।
__________________
সুর চলেছে আলোর সাথে | প্রাণেশ সরকার | মুক্তধারা | ৬০ টাকা | প্রথম প্রকাশ : জুন ২০২২
Comments
Post a Comment