রামানন্দ সেন

কেউ বলেনি তুমি নেই 
মোবাইল বেজে যায় 
তোমাকে মেইল করি
তোমার ইনস্টা খুলি

কেউ-ই বলেনি তুমি নেই 

পুরোনো ডায়েরি থেকে 
তোমার হদিস নিই
প্রত্নতাত্ত্বিক ডাকবাক্সে ফেলি
কাঁপা আঙুলে 
গোটা-গোটা অক্ষরে 
লেখা তোমার ঠিকানা

উত্তর আসে না 

কেউ বলেনি তুমি নেই 

একদিন বরফপথ ভেঙে 
পৌঁছে যাই তুষারমাখা গাছের নিচে 
পাতায় ছাওয়া 
একটা কাঁচের ঘরে 

খিলখিল করে হেসে উঠলে তুমি!

Comments