আমি চিনতাম তোমায়—
সব অভিযোগে তোমারই দু'হাত
আমার শীর্ণ দেহে আগুন ঢেলে দিত,
উপেক্ষাতে আমার দয়িতমুখ
অথবা মৃত্তিকার নবকায়া
নিসর্গ রেখে দিত রাত্রিসকাল,
নগ্ন সর্বনাশ অভিমানী গলিতে
অশথের পাতার পরিহাস,
তপ্ত অন্ধকার চাদরমুড়ি দিয়ে
প্রতীক্ষা করতো—
আমাদের আশ্রয়ের কাছে উজান নিষ্ফলতা,
ছায়াবসনা নারীর প্রণত অস্থিমজ্জা খুলতে-খুলতে
আদিম মুখোশ সংসার ছেড়ে যেত,
শীতার্ত সে-সব কথা মজা পুকুরের কাছে
জন্ম নেয় আজকাল
Comments
Post a Comment