সোমা দত্ত

সময় দাঁড়িয়ে রয়েছে দরোজায়
তুমি কাকে লেখো ব্যাকুল কবিতা...
সহজ জীবন থেকে ফোঁটা-ফোঁটা রক্ত ঝরে
আমি দেখি শ্রম, তুমি দেখো ভালোবাসা—
কোথাও হয়তো কোনো হিসেবের ভুল, 
কোথাও হয়তো কোনো অতি ঠিক কথা,
পথের ফাটল থেকে,
ভূঁইফোড় চারাটির মতো কিছুদিন বেঁচে থাকা—
এভাবেই জুড়ে যায় ক্ষত আর বঞ্চনা
তুমি কাকে বলো উপশম? অনিয়ত লাঞ্ছনা—
অস্থায়ী যা-কিছু তাকে আশ্রয় মনে করে
রৌদ্রকণা দাও, দাও বৃষ্টির সজল শীতল—
এভাবেই কাটালে সময়, এভাবেই স্নান থেকে সন্তান
সকলেই প্রশ্ন করে— তুমিও কি জানো সবকিছু
তবুও উত্তাল হয়ে ঝড় তোলো প্রকৃতির মতো
মা হয়ে ওঠো—

Comments

  1. আহা! প্রতিটি শব্দে যেন অপত্যের অমিতলাবণ্য!

    ReplyDelete

Post a Comment