রঞ্জনা বসু

ঝড় এসে যদি জিজ্ঞাসা করে
কোথায় সে? বলে দিও তাকে
সে রয়েছে রোদ্দুর উঠোনে, 
প্রতিটি দিনে-রাতে
দুঃখে ও শোকে। 

চরাচর জুড়ে তার উজ্বল উপস্থিতি
কেমন স্পন্দময় ছড়িয়ে রয়েছে সে
এর চেয়ে বেশি আর কিছু কি থাকে? 

তারও পরে
যদি করো ছিঁড়ে ফালাফালা
তখনও দেখবে চেয়ে, সেইখানে 
পড়ে আছে শুধুই মায়া। 

আকাশ তাকে চেনে, নদী তাকে ডাকে
সে তার দৃষ্টিপথে বৃষ্টি হয়ে ঝরে পড়ে
যাপনের সত্যি-মিথ্যের উপন্যাসে
ঈশ্বরীরা বেঁচে থাকে সার্থক হয়ে।

Comments