অনন্যা মান্না

পাতা উল্টে দেখে নিচ্ছি কার্যকরী রাতের শব,
সেদিন তালব্য ছুঁয়েছিল মৃত ভালোবাসার দল!
গুঙিয়ে ওঠা অব্যবহৃত দু-চোখ চুপ হয়েছিল 
স্বপ্নচারিনী বোনের পাশে,
মাড়িয়ে চলে এসেছি স্যাঁতস্যাঁতে আলপথ 
এবং আজ পেশাগত হয়ে গেছে বিপর্যস্ত কাঠামো।
হাজার পায়ের দিকে চোখ বোলালে এখন বুঝতে পারি 
জাড্যতার পরম ধর্ম,
ভালোবাসার ভর বিলিয়ে দিচ্ছে হরেকরকম গতি!

Comments

Post a Comment