তাপসী লাহা

সন্ধ্যার কাচঘরে তারা হয়ে জ্বলে
মুখগুলো যায় সরে।

আরও দূরে আকাশের অনুষঙ্গে
একতারা সঙ্গীত
যায় শুধু বেজে।

সুরে ভাসে চারপাশ
মুখেরা যেন দূরবর্তী মেঘাকাশ।

গোপন রাখতে গিয়ে তারামুখ
মেঘ হয়ে চায় মাটির বুকে।

Comments