শিশির আজম

ধুলো আর রোদচশমা আর অতিপ্রাকৃত দুধের আঁচ সরিয়ে
সবাই বাড়ি ফিরবো এই তো চাই
বিশ্বাস করবে না ইগলের মাথার ওপর দিয়ে কাফকার বাড়ি
আমি দেখে এসেছি

বাড়ি মাথায় করে রাস্তায় বেরিয়েছিলাম
বলিভিয়ার জঙ্গলে যাইনি
আফিম খাইনি
সাইনবোর্ড ছাড়াই কত-কত রাস্তার নাম
রাস্তার হাসি রাস্তার কুকুর

ষাঁড়ের অন্ধকার আর রক্তের তৈরি রাস্তা
পেরিয়ে
মানুষ চায় বাড়ি

কুয়াশার ফেনায় মুখ ধুয়ে বাড়ি খুঁজতে-খুঁজতে
কেউ-কেউ হয়ে যায় বাড়ি
মহাসাগরীয় প্রতিশ্রুতিময়তায়

Comments