অনন্যা মান্না

শরীরের কত কী আড়াল করে গেল সংসার, 
লিখিত শঙ্কারা পেল নিষ্পৃহ রোদ্দুর।
আমরা যারা বলতে গিয়ে থেমে গেলাম অবস্থার যৌবনহীনতায়, 
সেখানে আজকাল শীত পড়ছে ব্যাপক। 
বহুদিন দেখা হয়নি অন্তরাধীন মুক্তি!
দুর্বার ব্যয়ের নির্বাচিত কবিতা সংগ্রহ! 
বৃষ্টিরা যখন সংখ্যালঘু, পড়ন্ত শব্দের আগে এখন 
ছড়িয়ে দেয় নান্দনিক সন্ত্রাস 
যেন মনে হয়, মেঘ নামক প্রাক্তনের দীর্ঘশ্বাস! 
সংসারের সুরক্ষিত প্রাচীরে বাধাপ্রাপ্ত বোবা আঁচলের কোনা,
প্রতিবাত ঢাল জুড়ে শুধু প্রেম!

Comments